কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধ্বসে কিশোর নিহত

image-30738-1470814619 copy

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধ্বসে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকাল ১১টায় কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ কাউসার (১৩)। সে স্থানীয় আবু ছিদ্দিকের পুত্র।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব রশিদ আহমদ জানান, বাড়ির গরুর জন্য সকাল ১১টার দিকে নিহত কিশোর মোহাম্মদ কাউসার পার্শ্ববর্তী পাহাড়ের ঢালুতে ঘাস এবং মাটি কাটার কাজ করছিল। এ সময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে পাহাড়ের মাটি নরম হয়ে আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ধ্বসে পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে  স্থানীয় লোকজন মাটির ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। অতিবৃস্টির ফলে পাহাড়ি এলাকায় বসবাসরত সকল মানুষকে নিরাপদে সরিয়ে আসার জন্য্ও বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন