কক্সবাজারে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু

,

কক্সবাজার প্রতিনিধি:

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যে কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের বিএন পাল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র সাহা, সিভিল সার্জন এমএ মতিন, বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক রফিকুস সালেহীন, আইসিইউ ইনচার্জ ডা. বিধান পাল, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিন্টু কুমার ভট্টাচার্য্য প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সরকারি ও বিভিন্ন সংস্থার চিকিৎসক, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। পরে অতিথিরা প্রথম দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

এদিকে জেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বাস্থ্য সচেতনতা পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গৃহীত উদ্ভাবনী কার্যক্রম ও বেস্ট প্র্যাক্টিস শেয়ারিং বিষয়ক আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান, অঙ্গ-প্রতঙ্গ দানে উদ্বুদ্ধকরণ বিষয়ক উপস্থাপনা, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা কর্মসূচি নেওয়া হয়েছে। সেবা সপ্তাহ ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারে জাতীয়, সপ্তাহ, স্বাস্থ্যসেবা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন