পানছড়িতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়ির ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার বেলা ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৭-১৮ অর্থ বছরে রবি মৌসুমে ভুট্টা ও বিটি বেগুন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অধিদপ্তরের এই আয়োজন বলে জানান উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ।

সর্বমোট ১০৪জন কৃষককে এ সুবিধার আওতায় আনা হয়। এর মাঝে ১০০জনকে ভুট্ট্রা বীজ জন প্রতি ২ কেজি, সার ২০ কেজি, এমওপি ১০ কেজি, ৪জনকে বিটি বেগুন বীজ, ডিএপি সার ১৫ কেজি ও এমওপি সার ১৫ কেজি করে প্রদান করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। কৃষি অধিদপ্তরের এ উদ্যেগের প্রশংসা করে তারাবন ছড়ার কৃষক সাধন মনি চাকমা, রাজচন্দ্র চাকমা, পোড়াবাড়ীর দুলু মিয়া, উগ্যজাই পাড়ার মনতোষ মারমাসহ অনেকেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজির আহাম্মদ, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন