মাদক ও প্রযুক্তির অপব্যবহার  থেকে সন্তানদের বাঁচাতে হবে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মাদক ও প্রয়ুক্তির অপব্যবহার থেকে সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। এই ক্ষেত্রে অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। তাই সন্তানদের পড়ালেখার প্রতি মনোনিবেশ রেখে তাদের গড়ে তোলার ব্যাপারে মা-বাবার ভূমিকা অনেক বেশী। শত ব্যস্ততা থাকা সত্বেও সন্তানদে গড়ে তোলার জন্য পিতা-মাতাকে সন্তানদের সময় দেয়ার আহবান জানান তিনি।
কক্সবাজার বায়তুশশরফ জাব্বারিয়া একাডেমীর ছাত্র-শিক্ষক অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক কামাল হোসেন এসব কথা বলেন।
একাডেমীর প্রধান মুহাম্মদ তৈয়ব এর সবাপতিত্বে একাডেমী মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। সাংবাদিক তোফায়েল আহমদ, মাস্টার ফরিদ আহমদ প্রমূখ।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। পাচঁ সহস্রাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে সাড়ে পাচঁ হাজার শিক্ষার্থী।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন