রাখাইনে জনশূন্য ১৭৬ রোহিঙ্গা গ্রাম

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযানের কারণে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে জানান, রাখাইন রাজ্যে সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। তারা দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি জ হতয়।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যাচাইবাছাই করা হবে।

এদিকে এএফপি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়নের বিষয়ে আলোচনার জন্য গতকাল এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। ব্রিটেন ও সুইডেনের অনুরোধে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গটি এ বৈঠকে মিলিত হয়। বাংলাদেশ সময় রাত ১০টায় এ বৈঠক শুরু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন