৫০ হাজার টাকায় লংগদুতে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

 rape

পার্বত্য নিউজ রিপোর্ট:

সম্ভ্রমের মূল্য ৫০ হাজার টাকা। তাও আবার বাকী। পরিশোধ করা হবে এক মাস পর। আইন নিজের হাতে তুলে নিয়ে দরিদ্র কিশোরী ধর্ষণের এমনই বিচার করলেন রাঙামাটি জেলার রাংগী পাড়া গ্রামের ক্ষমতাসীন দলের সরকারী দলের নেতৃবৃন্দ। আবার ঘটনার ৪ দিন পরও মামলা হলেও পুলিশ কোনো প্রকার তদন্তই করেনি।

গত ১৮ আগষ্ট রবিবার রাংগামাটি জেলার লংদুতে রাংগীপাড়া গ্রামে রাংগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে । আজো গ্রেফতার হয়নি ধর্ষক শাহ আলম । এ ব্যাপরে জানতে চাইলে ভিকটিমের বাবা মোবারক আলী জানান, ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যস্হতায় এক গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষনের অভিযুক্ত শাহ আলম এর নিকট থেকে ৫০০০০ টাকা জরিমানা ধার্য্য করে ঘটনাটি স্হানীয়ভাবে মীমাংসা কয়া হয় । যা আগামী একমাস পর পরিশোধ করা হবে ।

গতকাল মঙ্গলবার সন্ধায় রাংগীপাড়া গ্রামে সালিশীর আয়োজন করে এই সিদ্ধান্ত নেওয়া হয় । তিনি আরোও জানান, ঘটনার দিন বিকেলেই লংগদু থানায় মামলা করার পরও আজো পুলিশ কোন প্রকার তদন্ত করেনি কিংবা ধর্ষককে গ্রেফতার করার চেষ্টা করেননি ।

গ্রাম্য বিচার মানলেন কেন- জানতে চাইলে ধর্ষিতার মা বলেন “আমরা গরিব মানুষ, থানা পুলিশে খরচ করার মত সামর্থ্য নাই তাই একরকম বাধ্য হয়েই বিচার মাইন্যা লইছি “। তবে উক্ত ঘটনায় অপরাধির সুষ্ট বিচার হয়নি বলে মন্তব্য করেছেন অনেক গ্রামবাসী । তারা এই ঘটনার সুবিচার দাবী করেছেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন