অচিরেই রোহিঙ্গা প্রত্যাবাসন দেখতে চায় কক্সবাজারবাসী
যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন দেখতে চায় কক্সবাজারবাসী। রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে ততদিন নতুন নতুন সংকট তৈরি হবে। একসময় বিপুল এই রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশের স্বার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই সময় থাকতে সরকারকে রোহিঙ্গা বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
পিস প্রেসার গ্রুপ এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে রোহিঙ্গা প্রত্যাবাসন: নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।
শনিবার বিকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা আরও বলেন, রোহিঙ্গা সংকট খুবই ধৈর্য এবং বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হবে। এখানে উত্তেজিত হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবেনা। একই সাথে আন্তর্জাতিক মহলকে আরও বেশি বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন-সুজন কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর এমএ বারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহজাহান আলি।
সুজন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বৈঠকে মতামত ব্যক্ত করেন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম মাতবর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এম. জাবের প্রমুখ।