অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস করেছে রামগড় বিজিবি

fec-image

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে সাম্প্রতিক সময়ে আটক ৫৩ লাখ টাকা অধিক বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রামগড় পৌরসভার তৈচালাপাড়াস্থ বিজিবির ব্যাটালয়ন সদরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরীর উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মো. রফিকুল আলাম কামাল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান , খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবির ব্যাটালিয়ান সদরে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল বিয়ার, ৫৫০ বোতল ফেনসিডিল, ১০৫ পিস ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ ও ৫ বোতল ভারতীয় মৃত সঞ্জীবনী সূরা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি, এটি কোন বড় সাফল্য নয়, যখন সীমান্তে ১ পিস মাদকদ্রব্য আসবেনা তখনই আমরা সফল হবো। ‘

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, মাদক, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন