আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
সুপার এইটের লড়াই শুরু হয়েছে আগেই। দুটি ম্যাচ এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এবার মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত। সুপার এইটে প্রথম ম্যাচে ভারতীয়দের প্রতিপক্ষ আফগানিস্তান।
বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আফগান অধিনায়ক রশিদ খানের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
শুরুতেই আফগান বোলারদের পরীক্ষা নিতে চান রোহিত শর্মা। এ কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ছেন তিনি। যদিও বলছেন, উইকেট কী ধরনের আচরণ করবে তা জানেন না। তবে নিউ ইয়র্কের চেয়ে ভালো উইকেট হবে, সেটা আশা করছেন।
প্রথমে ব্যাট করতে চেয়ছিলো আফগানিস্তানও। টস জিতলে একই সিদ্ধান্ত নিতেন রশিদ খান। কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করা দলই সুবিধা পায় বেশি। এ কারণে এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন রশিদও। যদিও টস তো আর তার হাতে নয়। এটা ভাগ্যের ব্যাপার।
স্পিনাররা ভালো করবেন এখানে। এ কারণে ভারত মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদিপ যাদবকে নিয়েছে একাদশে। একটি পরিবর্তন আফগানিস্তান দলেও। করিম জানাতের পরিবর্তে দলে নেয়া হয়েছে হযরতউল্লাহ জাজাইকে।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাদ পান্ত (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, শিবাদ দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, আর্শদিপ সিং।