আবরার হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ: পুলিশের বাধা


বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে পুলিশের বাধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের সামনে পুলিশের বাঁধার মুখে পড়লে সেখানে সমাবেশ করে।
সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাস সুমন, সহ-সভাপতি আবুল কাসেম রাসেল ও একরান হোসেন রানা।
সমাবেশে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রতিনিয়ত যে অত্যাচার করে যাচ্ছে কেউ ভয়ে মুখ খুলতে পারছে না। মারধরের শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ অনান্য নেতৃবৃন্দ।