অবরোধের সমর্থনে

টেকনাফে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

fec-image

টেকনাফে অবরোধের সমর্থনে যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌরসভা ও শামলাপুরে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পৃথক বিক্ষোভ মিছিল রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় টেকনাফ পৌরসভার ও সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি মো হারুনর রশীদের নেতৃত্বে শামলাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিল দাবি তোলে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে টেকনাফ পৌরসভা শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ, যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর, শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাফেজ তৈয়ব আরমানী, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আহামদ সাগর, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জসিম, ছাত্র নেতা ফেরদৌস, যুব নেতা মোবারক, শ্রমিক নেতা শফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ১৪ জন নেতাকর্মীকে আটকের দাবি করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসাইন। এরমধ্যে বাহারছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুল হক বিপ্লব, ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সার, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, হ্নীলা দক্ষিণ যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মুরাদ হোসেনসহ আরও অনেকে রয়েছেন।

তিনি জানান, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এ সুশৃঙ্খল আন্দোলনকে দমিয়ে রাখতে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলেন তিনি।

এদিকে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে টেকনাফ কক্সবাজার সড়কে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, টেকনাফ, বিক্ষোভ মিছিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন