আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেনকে অব্যাহতি প্রদান
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সবুজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পারভেজ হোসেনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেনকে সাংগঠনিক পদ পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
ঘটনাপ্রবাহ: অব্যাহতি প্রদান, আমতলী ইউনিয়ন, ছাত্রলীগ
Facebook Comment