থানচিতে আঘাত হানতে পারে আম্পান, গণসচেতনতায় মাইকিং

fec-image

বান্দরবানে থানচি উপজেলায় সুপার সাইক্লোন আম্পান এর আঘাত হানতে পারে। এর থেকে রক্ষা পেতে উপজেলা আশপাশ এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে গণসচেতনতা ও প্রশাসনে আশ্রয কেন্দ্র সরে যেতে মাইকিং করা হচ্ছে।

বুধবার(২০ মে) সকাল হতে উপজেলা সদর ও তার আশপাশ এবং বলিপাড়া বাজারে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের আয়োজনে এই মাইকিং করা হয়।

সদর ইউপি সচীব চমংউ মারমা ও হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশানে কর্মী মেংচ্যান ম্রো বলেন, সুপার সাইক্লোন নামে শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশের এলাকায় প্রবেশ করে উপকুলীয় এলাকায় প্রচণ্ড বেগে ধেয়ে আসছে বলে উপজেলা প্রশাসন ও উর্ধ্বতম কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন।

তিনি আরো বলেন, এ প্রাকৃতি দুযোর্গ থেকে জনসাধারণের জানমাল রক্ষার্থে পূর্ব প্রস্তুতিমূলক ও গণসচেতনতা হিসেবে এ তথ্য পৌঁছে দেয়া হচ্ছে ।

এর পাশাপাশি নিদিষ্ট ও নিকতম আশ্রয়স্থল কেন্দ্র যেতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষে উপজেলা সদরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও সর্বমোট ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

আশ্রয় কেন্দ্রের আশ্রয় নেয়া পরিবারের জন্য শুকনো খাদ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন