আলীকদমে ইয়াবাসহ আটক দুই


বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ২৭০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মোহাম্মদ নূর (৪০) ও মো. ফোরকান (৫০)। তারা দুজনই আলীকদম উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকার নাজিম উদ্দিন (প্রকাশ কানা নাজিমের)’র বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলীকদম থানার এসআই মো. ইমাম হোসেন ও এএসআই আব্দুল খালেক। এসময় আটককৃত মো. নূর ও মো. ফোরকান এর পকেট থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০ (ক) /৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।