আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা


আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দু’জন সদস্যের স্বজনদের ম্রো ইয়ুথ অর্গানাইজেশন মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও একটি গাভী বিতরণ করে। ৩ জুন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিশেষ অতিথি ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। এ সময় ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো বলেন, গত ১৬ মে কলারঝিরি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে জবিরাম কারবারী পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ২৩ জন গুরুত্বর আহত হয়। এরমধ্যে একই পরিবারে পিতা-পুত্রে মৃত্যু হয়। আমরা নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা নগদ অর্থ ও একটি গাভী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি।