ফলোআপ :

ইউপিডিএফ’র সুজন কুকি চিনের ইউনিফর্ম উদ্ধারের মামলার পলাতক আসামি : র‌্যাব

fec-image

র‌্যাব জানিয়েছে, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ ইউনিফর্ম জব্দের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি পাহাড়ের আরেক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এই সুজন বড়ুয়া। সোমবার রাতে বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ কুলগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে সন্ত্রাসী সুজনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, গত ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি সুজন বড়ুয়া। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুজন বড়ুয়ার বিরুদ্ধে চুরি ও নাশকতার অভিযোগে দুইটি মামলা রয়েছে। তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত মে মাসে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চার দফা অভিযান চালিয়ে ৪৭ হাজার ৫৮৫ পিস ইউনিফর্ম ও ৩১৫ ফুট ইউনিফর্মের থান কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে তিনটি। জড়িত ১৫ জনের নাম পেয়েছে পুলিশ। তাদের মধ্যে থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা হিসেবে মংহ্লাসিন মারমা ওরফে মং মারমাকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) খাগড়াছড়ির লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়ার অশোক বড়ুয়ার ছেলে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন