ইউরোপীয় ইউনিয়নে সাথে সম্পর্ক বিছিন্ন করতে পারে তুরস্ক: এরদোগান

fec-image

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসার জবাবে শনিবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সাথে ‘বিচ্ছেদ’ ঘটাতে পারে।

এ সপ্তাহের শুরুতে গৃহীত প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ সদস্যের ব্লকের সাথে তুরস্কের যোগদান প্রক্রিয়া বর্তমান পরিস্থিতিতে পুনরায় শুরু হতে পারে না এবং আঙ্কারার সাথে তার সম্পর্কের জন্য ‘একটি সমান্তরাল এবং বাস্তবসম্মত কাঠামো’ অন্বেষণে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে ইইউ।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা ইইউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব।’

তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করে এবং ২০০৫ সালে অন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়।

ইউরোপীয় পার্লামেন্ট অনুসারে, ২০১৮ সালে খানিকটা ‘গণতান্ত্রিক বিচ্যুতির’ কারণে অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করা হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক সপ্তাহেরও বেশি সময় পর শনিবার এরদোগান এ কথা বললেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন