রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

fec-image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ব্রাসেলসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে পৌঁছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ইইউ ব্রাসেলস-এশিয়া ও প্যাসিফিকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, ডিভিশনের ডেপুটি হেড অফ সাউথ এশিয়া মনিকা বাইলাইট ও ইকো বাংলাদেশের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাইক আহর্ন।

উখিয়াস্থ ১৪-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৪, এর ব্লক-এ/১ এ অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের ডাটা রেজিস্ট্রেশন সেন্টার , ক্যাম্প-০৪, (এক্সঃ) ব্লক-বি/১ এ অবস্থিত ইউনিসেফের অর্থায়নে এনজিও সংস্থা একটেড পরিচালিত কমিউনিটি বেইসড প্রোটেকশন সেন্টার , ক্যাম্প-০৪, ব্লক- এ/৭ এ অবস্থিত ইউনিসেফের অর্থায়নে এনজিও সংস্থা “মুক্তি-কক্সবাজার” পরিচালিত লার্নিং সেন্টার , ক্যাম্প-৪,ব্লক- জি/১ এ অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। পরে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে প্রতিনিধি দলটি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন