ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় ব্রাজিলে তিন মুখ

fec-image

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার আগেই ছিটকে পড়তে হলো তাকে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল স্কোয়াড থেকে নেইমার ছিটকে পড়ায় তার জায়গায় নেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এনদ্রিককে।

সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়ান্সের বিপক্ষে পওলিস্তা চ্যাম্পিয়ন্সশিপের সেমিফাইনালে খেলতে পারেননি। শঙ্কা দেখা দিয়েছিলো কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কি না।

শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে যেতে হলো নেইমারকে। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা।

শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন এবং ফ্লামেঙ্গো’র ডিফেন্ডার দানিলোও ইনজুরিতে পড়েছেন। যে কারণে এ দু’জনকে বাদ দেয়ার কথাও জানিয়েছে সিবিএফ।

এই তিন জনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেররি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সব খেলোয়াড় সম্পর্কে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট সর্বশেষ আপডেট জানিয়েছে। বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানসিটির এডারসন সম্পর্কে।’

‘সবার অবস্থা বিবেচনা করার পর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় আমরা দলে ডেকে নিয়েছি লিওঁর লুকাস পেররি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো এবং রিয়াল মাদ্রিদের এনদ্রিককে।’

লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এখন রয়েছে পঞ্চম স্থানে। আগামী বৃহস্পতিবার তারা ঘরের মাঠে আম

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, ইনজুরি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন