২৮ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে

ঈদগাঁও বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কতৃপক্ষের মতবিনিময় সভা 

fec-image

কক্সবাজার সদরের অন্যতম বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন কমিশনের সাথে প্রার্থী ও গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৬ ফ্রেরুয়ারি) সকাল ১০ টার দিকে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কমিশনের সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে, সদস্য সচিব শওকত আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হিমু।তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ জালাল উদ্দিন ও এএসআই মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কমিশন সদস্য কামাল উদ্দিন সওদাগর, বজল আহমদ ও তারেক আজিজ।

বিভিন্ন পদের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুর রহিম, শাহনেওয়াজ মিন্টু, রাজিবুল হক চৌধুরী রিকো, শহিদুল ইসলাম, শাহীন জাহান চৌধুরী, মুফিজুর রহমান, গফুর আলম, মুজিবুল হক চৌধুরী, ফারুক আহমদ মানিক, হাসান তারেক, নুরুল আবছার, নাছির উদ্দিন জয়সহ ছয় ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।

সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাজারের নির্বাচন সফলভাবে সম্পন্নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ভোটার ও গনমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সর্বমহলের সহযোগিতা পেলে ২৮ ফ্রেরুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠান উপহহার দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

পাশাপাশি ভোট প্রদানের সময় গোপন কক্ষে মোবাইলসহ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, ভোটের দিন পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা বাহিনী উপস্থিত থাকবে। ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই সাথে সাথে তাকে আটক করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, নির্বাচন, বাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন