ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

গতকাল ও আজ সারাবিশ্বের ইসলাম ধর্মালম্বীরা পালন করছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আমেজ লেগেছে খেলার জগতেও। বিখ্যাত সব খেলোয়াড়েরা জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। সেই তালিকায় আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি এখন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবের অনুশীলন থেকেই তিনি ঈদের শুভেচ্ছা জানালেন সবাইকে।
সৌদি আরব গতকাল শুক্রবার ঈদ উদ্যাপন করলেও বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আজ ঈদ উদ্যাপন করছে। এই বিশেষ দিনে অনুশীলনের একাধিক ছবির পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘সেমিফাইনালের প্রস্তুতি নিয়ে মনোযোগী।’ এরপর ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ যারা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’
খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েও রোনালদো নিজের বন্ধনে আবদ্ধ করেছেন ধর্ম, বর্ণ-নির্বিশেষে সারাবিশ্বের ফুটবপ্রেমীদের। তার সমর্থকদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যাও কম নয়। তাই সমর্থকদের একাংশের সঙ্গে ঈদ শুভেচ্ছা ভাগাভাগি করতে ভোলেননি তিনি।