ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব

fec-image

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর প্রশান্তির উৎসব। বছর ঘুরে আবারও এলো মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঘরে ঘরে আনন্দের এই মুহূর্ত ঘিরে কতই না আয়োজন। নতুন পোশাক পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায়, একে অপরের সঙ্গে কোলাকুলি করে সব বিভেদ ভুলে এক হয়ে যাওয়ার এ উৎসব বার্তা দেয় শান্তির, দেয় ভ্রাতৃত্বের বার্তা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছে। শুধু ক্লাবগুলোই নয়, তারকা ফুটবলাররাও নিজেদের অ্যাকাউন্ট থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের ভক্ত সমর্থকদের।

পবিত্র এ উৎসব ঘিরে মুসলিম দেশগুলোতে আয়োজনের কোনো অন্ত নেই। সৌদি আরব, বাংলাদেশ, দুবাইসহ সব মুসলিম প্রধান দেশগুলোতে আয়োজনের পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও এই মহোৎসব ঘিরে দেখা যায় নানারকম আয়োজন। ক্রীড়াঙ্গণেও ঈদের আমেজ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বিভিন্ন ক্লাবেই রয়েছেন মুসলিম ফুটবলার। ঈদুল ফিতর উপলক্ষে ক্লাবগুলোতেও তাই বিরাজ করছে উৎসবের আমেজ।

ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব। যার মধ্যে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখসহ আরও অনেক ক্লাব। বিভিন্ন ধরনের মিষ্টান্ন সামনে নিয়ে, ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে সেলিব্রেটিং ঈদ লিখে পোস্ট করেছে ম্যানচেস্টার সিটি।

ঈদ উপলক্ষে সমর্থকদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে ছবি পোস্ট করেছে রিয়াল মাদ্রিদ। ঈদ মোবারক মাদ্রিদিস্তা, আপনাকে ও আপনার পরিবারকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা লিখে শান্তির বার্তা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও লিখেছে, ঈদ মোবারক ও নতুন বছরের শুভেচ্ছা। পিছিয়ে নেই ইংলিশ ক্লাব লিভারপুলও। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্লাবের ভক্ত সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে অলরেডরা।

ভক্ত সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। চেলসিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঈদ উপলক্ষে। নিউক্যাসল ইউনাইটেডও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি আপলোড করেছে।

শুধু ক্লাবগুলো নয়, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুসলিম ফুটবলাররাও। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ঈদ মোবারক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউরোপ, ঈদ, শুভেচ্ছা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন