উখিয়ার রাজাপালং ৯নং ওয়ার্ডের সদস্যপদ শূণ্য ঘোষণা
পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে গত ২৪ জুলাই নিহত উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ এর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান ২৯ জুলাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৫(২) উপধারার বিধান মতে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারী করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজাপালং ইউনিয়ন পরিষদের থেকে গত ২৭ জুলাই একপত্রে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ গত ২৪ জুলাই মৃত্যুবরণ করেছেন বলে তাঁকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ আইনের ধারামতে, কোন শূণ্য পদ ঘোষণা করা হলে ৯০দিন (৩মাস)এর মধ্য নির্বাচন দিতে হয়। সেই হিসেবে এই শূণ্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।