উখিয়ায় ইয়াবাসহ এক নারী আটক
উখিয়ার বালুখালীতে র্যাব সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
গতকাল ২১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উখিয়া বালুখালীর গজঘোনা গ্রামের জনৈক হামিদ হোসনের ঘরে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আলী মিয়ার মেয়ে তৈয়বা খাতুন (৪০) কে আটক করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী আজ নারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ, নারী আটক
Facebook Comment