উখিয়ায় মালয়েশিয়াগামী ৮ রোহিঙ্গা তরুণী আটক
কক্সবাজারের উখিয়ার উপকূল থেকে মালয়েশিয়াগামী ৮জন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপকূলের ইনানী থেকে তাদেরকে আটক করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, কতিপয় মানবপাচারকারী ক্যাম্প থেকে রোহিঙ্গা তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে উপকূলে মজুদ করছিল, এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮জন রোহিঙ্গা তরুণীকে আটক করে।
আটককৃত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও থানা সূত্র জানিয়েছে।
ঘটনাপ্রবাহ: মালয়েশিয়াগামী, রোহিঙ্গা তরুণী আটক
Facebook Comment