“রোহিঙ্গা দালাল গুলো ক্যাম্পের সহজ-সরল লোকজন বিভিন্ন প্রলোভনে ফেলে মালয়েশিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে।”

উখিয়ার জাদিমুরা থেকে মালয়েশিয়াগামী দালালসহ ১০ রোহিঙ্গা আটক

fec-image

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে ১০ রোহিঙ্গাকে আটক করেছে। তৎমধ্যে ৩ জন রোহিঙ্গা দালাল। ধৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য সালাউদ্দিন।

সূত্রে জানা গেছে, উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে গাড়ি যোগে জালিয়াপালং ইউনিয়নে যাওয়ার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় স্থানীয় লোকজন সন্দেহজনক যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। তৎমধ্যে ৩জন পুরুষ। এরা রোহিঙ্গা দালাল বলে ধারণা করেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় লোকজন আরো জানান, ওই রোহিঙ্গা দালাল গুলো ক্যাম্পের সহজ-সরল লোকজন বিভিন্ন প্রলোভনে ফেলে মালয়েশিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে। বিশেষ করে যুবতি নারীরা বিয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছিল বলে তারা জানিয়েছে।

উখিয়া থানার অফিসার মর্জিয়া আকতার মরজু বলেন, রাজাপালং ইউনিয়নের জাদিমুরা থেকে ১০জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের ৩জন পুুরুষ আর ৭জন যুবতি নারী। এ ঘটনার জড়িত দালালের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, উখিয়ার, মালয়েশিয়াগামী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন