উখিয়ায় রোহিঙ্গা নারী ইয়াবাসহ আটক
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ৯শ ৪০পিস ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে।
আটক মহিলা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯, ব্লক ১ এলাকার মাহমদুল হক স্ত্রী রাশেদা বেগম (৪২)। ১৬ জানুয়ারি (শনিবার) বেলা ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ৯শ পিস ৪০ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েব মাজেদুর রহমান আটকের সত্যতা স্বীকার করেন।আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, উখিয়ায়
Facebook Comment