উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি আটক
উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছলিম উল্লাহকে আটক করেছেন উখিয়া থানা এসআই মো. মহসীন চৌধুরী।
শুক্রবার (৯ জুন) গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্প ৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২২২/১৯ (মাদক) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এসআই মো. মহসীন চৌধুরী, এএসআই আব্দু রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৯ জুন গভীর রাতে অভিযান চালিয়ে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প ৭ এর বি ব্লক (টিভি টাওয়ার) এলাকার মৃত নজির আহম্মদ ছেলে ছলিম উল্লাহ (৪০)কে (জিআর-২২২/১৯ মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছলিম উল্লাহকে আটক করি। উক্ত আসামিকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।