উখিয়ায় স্থগিত ওয়ার্ডের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই গ্রেফতার: কক্সবাজার পুলিশ সুপার

fec-image

কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বলেছেন, স্থগিত ওয়ার্ডের আশেপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই গ্রেফতার করা হবে।

শনিবার সকালে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের স্থগিত ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জনগণের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদও স্থগিত ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ, চলতি মাসের ১১ নভেম্বর দ্বিতীয় ধপায় উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে মধ্যে ৪ ইউনিয়ন রাজাপালং, ইউনিয়নের নৌকার প্রার্থী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়নের নৌকার প্রার্থী ছৈয়দ আলম ও পালংখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দিন চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়।

তবে হলদিয়াপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ ওয়ার্ডের ভোট সম্পন্ন হলেও ব্যালট বাক্স ছিনতাই ও সংঘাতের কারণে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, হলদিয়াপালংয়ের নলবনিয়া কেন্দ্রে আগামী ৩০ নভেম্বর পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে হলদিয়াপালং ইউনিয়নের ৮ ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকার প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের চেয়ে স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী ৪ শতাধিক ভোটে এগিয়ে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন