উখিয়ায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মো. আনোয়ার ইসলাম (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উখিয়া উপজেলার রাজাপালং মৃত আবদুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
উখিয়ার থানার অফিসার আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপন করে ছিল। অবশেষে বৃহস্পতিবার আটক করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আসামি, উখিয়ায়, গ্রেফতার
Facebook Comment