ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মানিকছড়িতে আলোচনা সভা

fec-image

মানিকছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সূচয়ণ চৌধুরী, প্রকৌশলী মো. আবদুল খালেক, ইউপি,চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.ইলিয়াসসহ সকল কর্মকর্তাগণ।

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, সঠিক নেতৃত্ব, সঠিক পরিকল্পনা থাকায় অতি অল্প সময়ে বিশ্ব দানবদের পরাজিত করে লাল-সবুজের পতাকা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সফল হয়েছেন। যুদ্ধবিধ্বস্থ দেশে সরকার গঠন করে বিশ্বে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন চার জাতীয় নেতা। আমরা শ্রদ্ধাভরে ওসব বীরদের স্মরণ করছি।

সভায় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ, টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক, মো. ফরিদুল আলম, মানিকছড়ি ইংলিশ স্কুল অধ্যক্ষ মো. গোলাম রসুল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপলক্ষে, ঐতিহাসিক, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন