কক্সবাজারের ইনানীতে সাগরে গোসল করতে নেমে বিদেশি পর্যটক নিখোঁজ
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে এক বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাবুল আকতার পার্বত্য নিউজ ডটকমকে জানান, পাকিস্তানি বংশোদ্ভুত লন্ডন নাগরিক ফাহিম শাহজাদ ঢাকার বনানীস্থ শ্বাশুড় বাড়িতে বেড়াতে আসেন। এরই ফাঁকে মঙ্গলবার তার তিন স্ত্রী নুর জাহান ও অপর দুই আত্মীয় সহ মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী বাসতি বে রিসোর্টে উঠেন। আজ বুধবার দুপুরে ইনানীতে সমুদ্রে গোসল করতে নামলে স্রোতের টানে তিনি ভেসে যান। এরপর থেকে এখনো পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার নেতৃত্বে ইয়াছির লাইফ গার্ডের কর্মীরা স্পীড বোট নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।