কক্সবাজারে ঈদ উদযাপন

fec-image

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক এবং একই স্থানে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাশেমী।

প্রধান ও প্রথম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। এতে প্রায় ১৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন।পরে মোনাজাতে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এ ছাড়া শহরের বায়তুশ শরফ জামে মসজিদ ও বড় বাজার জামে মসজিদে সকাল ৮টায় এবং বদর মোকাম জামে মসজিদ ও বাহার ছড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

পরে মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় পশু কোরবানী দেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন