কক্সবাজারে একদিনে ৮২ জনের করোনা শনাক্ত
কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ রেকর্ড ৩১ জনসহ ৮২ জনের করোনা পজেটিভ হয়েছে। সেখানে নতুন ৭৬ জন এবং ফলোআপ রিপোর্ট ৬ জনের।
সদরের ৩১ জন ছাড়া চকরিয়া উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ১ জন, রামু উপজেলায় ১২ জন, চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ জন, লোহাগাড়ায় ৮ জন, বান্দরবান সদরে ২ জন, লামায় ১ জন ও নাইক্ষ্যংছড়িতে ১ জনের করোনা ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫৫১ জন। তারমধ্যে রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯ জন।
২৮ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো:
চকরিয়া উপজেলায় ১৫৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৭৬জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩২জন, উখিয়া উপজেলায় ৭৯ জন, টেকনাফ উপজেলায় ১৮জন, রামু উপজেলায় ২৩জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।
কক্সবাজার জেলায় একজন মহিলাসহ ৭ জন করোনা রোগী মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ জন।