কক্সবাজারে করোনা আক্রান্ত ৩য় ব্যক্তির মৃত্যু
কক্সবাজারে করোনা আক্রান্ত ৩য় ব্যক্তির মৃত্যু হয়েছে (২১ মে)। তিনি কক্সবাজার বড় বাজার মসজিদ রোডস্থ বিশিষ্ট ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন অব কক্সবাজার এর সহ-সভাপতি, কক্সবাজারের প্রবীন পরিবেশক ব্যবসায় প্রতিষ্ঠান “মেসার্স হাজী কাসেম এন্ড সন্স” এর স্বত্বাধিকারী হাজী নুরুল আবছার (৫০)।
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম রেফার করা হলেও নেয়া হয়নি। বৃহস্পতিবার (২১ মে) রাতে কক্সবাজার সদরে তিনি মৃত্যু বরণ করেন।
কক্সবাজারে করোনা পজিটিভ সনাক্ত মৃত্যু বরণকারী রামুর কাউয়ার খোপের ছেনুআরা বেগম প্রথম, টেকনাফের নয়াপাড়ার খুরশেদ আলম ২য় এবং কক্সবাজার শহরের হাজী নুরুল আবছার করোনা রোগে মৃত্যু বরনকারী ৩য় ব্যক্তি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজারে, করোনা, মৃত্যু
Facebook Comment