কক্সবাজারে পৃথক অভিযানে জামায়াতের দুই নেতা গ্রেফতার
কক্সবাজার শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের ও জামায়াত নেতা ছৈয়দ আলমকে আটক করেছে ডিবি ও কক্সবাজার মডেল থানা পুলিশ। রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি শহরে জামায়াত-শিবির-জনতার সাথে পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সকালে শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপরদিকে সদর থানার পুলিশের অপর একটি দল একই সময় কলাতলী এলাকা থেকে শহর জামায়াত নেতা ছৈয়দ আলমকে আটক করে। উভয়ের আটকের কথা স্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।
Facebook Comment