দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায়

কক্সবাজার পৌর নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার

fec-image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুলসহ বিএনপির ১২ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হলেন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহেদা আক্তার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর শ্রমিকদলের সভাপতি আবছার কামাল, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এরা হলেন, ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শাহেদুল আলম, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সদস্য মিজানুল করিম, পৌর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল হক, ৫ নম্বর ওয়ার্ডে শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ৭ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল হক, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামশুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা মো. মাইন উদ্দীন, ১২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক মো. ইউসুফ বদরী ১২ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্যদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কৃষক, জেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন