কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে হাত পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ইজিবাইক (টমটম) চালক মোহাম্মদ তারেক (২১) নামের এক যুবকের লাশ বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবনের ভেতর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
জানাগেছে নিহত তারেক শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে। সে একজন টমটম (ইজিবাইক) চালক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চোখে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার হাত-পা বাঁধা ছিল।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার সৈকতের, লাশ উদ্ধার
Facebook Comment