করোনায় করুণা নয়, প্রয়োজন সচেতনতা

fec-image

করোনাভাইরাস শুধু কিছু এলাকার মানুষের জন্য নয় এটি বিশ্বের মানব জাতির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। মানুষ রয়েছে এক অজানা শঙ্কায়, কখন কী হয়ে যায়।

তবে করোনা নিয়ে কোনো দৈব ঘটনায় সব ঠিক হয়ে যাবে, এমনটি ভাবাও যেমন অবাস্তব, তেমনি অতিরিক্ত আতঙ্কও ভালো নয়, সতর্ক থেকে করোনাকে মোকাবেলা করতে হবে।

মহামারি ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে করোনা সংক্রমণ রুখতে যা করতে হবে:

• ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে

• পরিষ্কার না করে চোখ, মুখ বা নাকে হাত দেবেন না

• হাঁচি, কাশির সময় কনুই থেকে হাত ভাঁজ করে মুখ ঢাকুন অথবা টিস্যু ব্যবহার করুন

• বেশি লোকের জমায়েত এড়িয়ে যান

• সামান্য জ্বর-কাশি হলেও বাড়িতেই বিশ্রাম নিন

• জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকি‍ৎসকের পরামর্শ নিন। দ্রুত ফোনে চিকি‍ৎসকের সঙ্গে যোগাযোগ করুন

• সতর্কীকরণ, সাম্প্রতিক তথ্যের বিষয়ে আপটেড থাকুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অরগানাইজেশন, করোনভাইরাস, সাবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন