করোনাভাইরাস:স্বেচ্ছায় নমুনা পাঠালেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা


পানছড়ি স্বাস্থ্য বিভাগের কর্নধার যিনি পুরো পানছড়ির সবকটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনের দায়িত্বে রয়েছেন তিনি স্বেচ্ছায় তাঁর নমুনা পাঠিয়েছেন পরীক্ষাগারে। আজ তিনি নিজেই পাঠালেন স্বেচ্ছায় নমুনা।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা তাঁর নমুুনা সংগ্রহ করেন। কোভিড-১৯ এর ১৪ মে পর্যন্ত পানছড়িতে ৪৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি হলেন ৪৪ তম।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, আমাদের স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য যারা ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের সবার নমুনা পরীক্ষাগারে পাঠানো দরকার। তাই প্রথমেই আমাকেই দিয়েই আমি শুরু করলাম। পর্যায়ক্রমে সবার নমুনা পাঠানো হবে।
তাছাড়া বর্তমান সময়টা করোনা নিয়েই কাজ করছি তাই নিজের পরিবারের নিরাপত্তার জন্যও আমাকে সচেতন থাকতে হবে। কাউকে কোন বিভ্রান্তি না ছড়িয়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।