করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩০
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন।
সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৮১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৪টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনা, মৃত্যু
Facebook Comment