করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৩৫১

fec-image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হয়ে ৬ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৫১ জন। শনিবার শনাক্তের সংখ্যা ছিল ২৯৫ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন মৃত্যু ২৯ হাজার ৪০১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন।

রবিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৮৮টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৮৬ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের ৪ জন ঢাকায়, ১ জন চট্টগ্রাম এবং ১ জন সিলেটে অবস্থান করছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, মহামারি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন