কাপ্তাইতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন খন্তাকাটা এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিনা আক্তার(২৭) মৃত্যুবরণ করেন।
তিনি ওমর ফারুক এর সহধর্মিণী বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গত ২৭ মার্চ পারিবারিক মনোমালিন্যের কারনে মহিলাটি তাঁর ঘরে বিষপান করলে তৎক্ষণাৎ তার আত্মীয় স্বজনের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার সকাল ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে চন্দ্রঘোনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানান।