কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বেড়েছে শীতের প্রকোপ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। কোন, কোন এলাকায় দুপুর হলেও সূর্যর দেখা মিলছে না। গাছেরগুড়ি,পাহাড়ের লতাপাতার আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে।
শনিবার সাপ্তাহিক হাটে উপজাতিয় মহিলাদের দেখা যায় শীতের পোশাক ক্রয় করতে।
দুর্গম গিলাছড়ি এলাকার কয়নি মারমা ও সুছাইপ্রু মারমা জানান, শিশু ও বয়োবৃদ্ধদের জন্য শীতের পোশাক ক্রয় করছি। পাহাড়ে অনেক শীত। এই শীতে শিশু ও বয়োবৃদ্ধদের ঠাণ্ডাজনিত কারণে সর্দি, কাশি ও হাঁপানির প্রকোপ বেড়েছে।
পাহাড়ে বসবাসকারী বলেন, হঠাৎ শীত বেড়ে যাওয়ার ফলে ঠাণ্ডাজনিত কারণে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
Facebook Comment