কাপ্তাইয়ে ট্রাক বোঝাই চোলাইমদসহ ২ মাদক কারবারি আটক
রাঙামাটি কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক বোঝাই চোলাইমদসহ ২ মাদক পাচারকারিকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টায় কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে কাপ্তাই থানার নিচে সড়কের ওপর হতে পাচারকালে ট্রাক বোঝাই ৭০ বস্তা চোলাই মদ উদ্বার করা হয়। উদ্বারকৃত চোলাই মদের পরিমান ১৫ শ’ ৫৮ লিটার।
এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত ট্রাকসহ কারবারি মো. কারিম লক্ষীপুর রামগতি থানার সোহরাব উদ্দিনের ছেলে এবং মো. ইসমাইল রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীন এর ছেলেকে আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন (ওসি) জানান, এসআই স্বরুপ কান্তি পাল ও মো. ইমাম উদ্দিন অভিযান পরিচালনা করে ট্রাক (চট্ট মেট্রো নং ১১-২০৭৬)জব্দ করেন।
এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ আসামিদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।