কাপ্তাইয়ে দুটি গাড়িসহ ৬ লাখ টাকার কাঠ আটক
রাঙামাটি কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটি গাড়িসহ ৬ লাখ টাকার কাঠ আটক করেছে।
সোমবার (২০ মার্চ) রাতে রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬ সেনাজোন যৌথ অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বটতল এলাকা হতে পাচারকালে দুটি কাঠবোঝাই পিকাআপ গাড়ি আটক করে।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জানান, বিশেষ সংস্থার সংবাদের ভিত্তিতে এবং বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টা পযন্ত অভিযান চালিয়ে দুটি পিক আপ গাড়ি বোঝাই ৩১২ ঘনফুট সেগুন, গামার বল্লি আটক করা হয়।যার বাজারমূল্য প্রায় ৬লাখ টাকা।
এ সময় পাচারকারীরা গাড়ি ও কাঠ রেখে পালিয়ে যায়। আটক বনজ দ্রব্য বিষয়ে একটি বন মামলা করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, কাঠ, কাপ্তাই
Facebook Comment