কাপ্তাইয়ে বনের হরিণ মনের ঘরে
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই প্রজেক্ট এলাকার দুর্গম পাহাড়ী অঞ্চল হতে একটি মায়া হরিণের শাবক দিবালয় এলাকায় বসবাসরত মোহছেন এর বাসায় ঢুকে পড়ে। হরিণটি পাহাড়ী এলাকা হতে লোকালয় পাড় হওয়ার সময় গতি পথে একটি নালার মধ্যে পড়ে আহত হয়। পরে বাসার মালিক আবুল মোহছেন ও তাঁর স্ত্রী ফরিদা বেগম শাবকটিকে প্রাথমিক চিকিৎসা করে নিজ ঘরে যত্ম করে রাখেন।
এরপর নিরিহ মায়া হরিণটিকে বন বিভাগের নিকট হস্থান্তর করার জন্য স্থানীয় সাংবাদিক কবির হোসেনের সহযোগিতা নেন। এই প্রতিনিধি দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জের সদর বিট অফিসার ফরেস্টার ফারুক আহমেদকে খবর দিলে তিনি দ্রুত ছুটে আসেন।
বাসার মালিক ফরেস্টারের নিকট গতকাল শুক্রবার বিকালে হস্তান্তর করার পর আহত শাবকটিকে বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সালাহউদ্দীন, সহকারী বন সংরক্ষক সামসুল মুহিত চৌধুরীর ও রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখ্যার্জীর পরামর্শক্রমে পুণরায় চিকিৎসা করে পাশ্ববর্তী বনের মধ্যে ছেড়ে দেওয়া হয। এই ঘটনা দেখে এলাকার অনেকেই এ বাক্যবলে উঠে বনের হরিণ মনের ঘরে।