কাপ্তাইয়ে বিএনপির বিপ্লব ও সংহিত দিবস পালিত
কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে শিলছড়ি অস্থায়ী কার্যালয় ও ওয়াবদা মাঠে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
রবিবার (৭নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে। এতে সভাপতি ছিলেন আহ্বায়ক ও বিপ্ল সংহতি উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মার্মা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক মো.আবু বকর ছিদ্দিক (আবু) সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবকদলেরে সদস্য সচিব রফিকুল ইসলাম,উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, উপজেলা মহিলাদল সভাপতি পারুল আক্তার, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, রাইখালী ইউনিয়ন সভাপতি আবুল হাশেম, চট্রগ্রামের মহানগর সাবেক ছাত্রদল সহ-সভাপতি মো. বেলাল হোসেন, আবু হাসান চৌধুরী রক্সি, রাঙামাটি জেলা শ্রম সম্পাদক হাফিজুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুল হক,ওয়াগ্গা সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলেরে আহ্বায়ক জাকির হোসেন, যুবদল যুগ্নআহবায়ক রূপক মল্লিক রাতুল,যুবদল যুগ্ন আহ্বায়ক বাবুল সওদাগর ও উপজেলা কৃষকদল নেতা ইকবাল হোসেন মাসুসহ প্রমুখ।