কাপ্তাইয়ে রোভার স্কাউটস দলের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান


বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) রোভার স্কাউট দল ইনস্টিটিউটের বিভিন্ন অংশে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করে।
স্কাউটস জনক বিপি বলেছে, ‘এ পৃথিবীকে তুমি যেমন পেয়েছো,তার চেয়ে আরো সুন্দর করে রেখে যাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিস্কার অভিযান করা হয়।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন রোভার স্কাউট ইউনিট সভাপতি ও বিএসপিআই অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার ( লিডার ট্রেইনার)।
এ সময় উপস্থিত থেকে কাজে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ ( ইউনিট লিডার), শফিউল ইসলাম (সহকারী ইউনিট লিডার) প্রমুখ।
ঘটনাপ্রবাহ: অভিযান, পরিস্কার-পরিচ্ছন্ন, রোভার স্কাউটস
Facebook Comment