কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে ইউপি চেয়াম্যানদের মাঝে পিপিই প্রদান
করোনার সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মধ্যে বন্টনের জন্য কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বক্স, রাইজল এবং পিপিই প্রদান করা হয়।
বুধবার (২২জুলাই) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল ইউপি চেয়ারম্যানদের হাতে এই পিপিই তুলে দেন।
এ সময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, ২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, ৩ নং চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ, করোনা, কাপ্তাই
Facebook Comment